ফটিকছড়ির এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী খাগড়াছড়ির রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রামগড় উপজেলার পাতাছড়া ইউপিতে এই দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ শামিম (৮) নামে নিহত শিক্ষার্থী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউপির ৪নং ওয়ার্ডের বড় বেতুয়া সিএনজি ড্রাইভার ফরিদের পুত্র।
জানা যায়, নিহত শামিম দাঁতমারা ইউপির পাশ্ববর্তী পাতাছড়া ইউপিতে নানার বাড়ি বেড়াতে গেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে ফটিকছড়ি উপজেলা পরিষদের সামনে সি এন জি -বাইক সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।