চট্টগ্রামের রাউজানে পাঠকদের উপচেপড়া ভিড়, বই বেচাকেনা, আলোচনা সভা, পাঠকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বইয়ের প্রকাশনা উৎসব, খুদে পাঠকদের চিত্রাঙ্কণ প্রতিযোগীতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো একুশে বইমেলা।
বৃহস্পতিবার রাউজান উপজেলার শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য প্রাণকেন্দ্র পাহাড়তলি চৌমুহনীর ডিএন প্লাজা চত্বরে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবি সংগঠন কুঁড়েঘর বাংলাদেশ আয়োজনে এই বইমেলা অনুষ্ঠিত হয়। বইমেলায় ছড়াকার ও কবি সরোয়ার রানার কাব্যগ্রন্থ ‘ষড়ঋতুর বাংলাদেশ’ এর প্রকাশনা উৎসব করা হয়। দ্বিতীয় অধিবেশন প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও সংগঠক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক সৈয়দ উদ্দিন আহমেদ। সাংবাদিক এস.এম ইউসুফ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান, সংগঠক জিয়াউর রহমান, ব্যবসায়ী রাজীব মহাজন, সাইফুল ইসলামসহ আরো অনেকেই।

উৎসবে ষড়ঋতুর বাংলাদেশ কবিতা আবৃত্তি করেন প্রথম আলো বন্ধুসভার রাউজান শাখার সাধারণ সম্পাদক প্রিয়া বড়ুয়া। এইসময় কবি সরোয়ার রানা তার অনুভূতি প্রকাশ করেন। এরপূর্বে ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই বইমেলার উদ্বোধন করেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। সংগঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ কায়েছ উদ্দীনের সভাপতিত্বে ও আনিসুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত রাউজান উপজেলার সভাপতি অধ্যক্ষ আবু মোস্তাক আল কাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ রাউজান শাখার সাধারণ সম্পাদক মো. হানিফ, সাংবাদিক এস.এম ইউসুফ উদ্দিন, সাংবাদিক গাজী জয়নাল আবেদীন, সংগঠক রবিউল হোসেন সুমন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সালাউদ্দিন, এনামুল হক মুন্না,রাসেল উদ্দিন মিরাজ, সাহিত্যিক আবরার মাহতাব খোকনসহ আরো অনেকেই। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বইপ্রেমিদের প্রচুর সমাগম ঘটে। উন্মুক্ত মঞ্চে আগত দর্শনার্থীরা আবৃত্তি, গানে-নৃত্য মেলার মাতিয়ে তোলেন।