ওরশ উপলক্ষে রওজা শরীফের খাদেম মরহুম মোহাম্মদ ইউনুচ শাহ এর পুত্র মোহাম্মদ মানিক শাহ এর পক্ষে আশেক ভক্তগণের উদ্যোগে এন্তেজামিয়া কমিটির ব্যাবস্থাপনায় ব্যপক কর্মসূচী পালন করা হবে। ওরশ শরীফে সকলের প্রতি দাওয়াত জানানো হয়েছে। হাদী নগর দরবার শরীফ শাহ মাবুদ মন্জিলেও ওরছ মোবারক অনুষ্ঠিত হবে। এতে আখেরী মুনাজাত করবেন আওলাদে হাদী পীরে তরিকত হজরতুলহাজ্ব আল্লামা সৈয়দ শহিদুল আলম শাহ আলহাদী। উক্ত ওরছ মোবারকে সকলের প্রতি দাওয়াত জানিয়েছেন।