সন্দ্বীপের মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো প্রত্যুশে প্রভাত ফেরি,জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন,ছাত্র/ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা,আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম।সভাপতিত্ব করেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জাকির হোসেন,ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক জাহানারা বেগম ও জুলফিকার হোসেন। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
সভায় বক্তারা বলেন পাকিস্থানী শাসক গোষ্ঠী ১৯৫২ সালে আমাদের মায়ের ভাষা,মুখের ভাষা তথা প্রাণের ভাষা কেড়ে নিয়ে অন্য ভাষা চাপিয়ে দিতে চেয়েছিলো।বাংলার দামাল ছেলেরা এ অন্যায় মেনে না নিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।আর তাতে সালাম ,বরকত,রফিক, জাব্বারের মতো অনেক তরুন প্রাণ হারিয়েছেন।যার কারনে বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত,তাই সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর এই দিনে আমরা বিভিন্ন কর্মসুচী পালন করি।