চট্টগ্রাম–৮ সংসদীয় আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামকে নাগরিক সংবর্ধনা জানানোর উদ্যোগ নিয়েছে নগরীর ৫নং মোহরা ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ।
এ উদ্যোগকে সফল করতে অধ্যাপক দিলিপ কুমার চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ ফারুককে সদস্য সচিব করে আয়োজক কমিটি গঠন করেছে মোহরাবাসী। কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে আজ বিকেল ৩টায় মৌলভী বাজারস্থ ইস্পাহানী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।