তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে আগামী ১ মার্চ ঢাকায় আসবে শ্রীলঙ্কা দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে দুই দল। পরের দুটি টি-টোয়েন্টি ৬ ও ৯ মার্চ একই মাঠে। শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য বাংলাদেশের টি টোয়েন্টি ও প্রথম দুই ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে আজ ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার।গতকালই জানা গেছে চোখের সমস্যার কারনে এই সিরিজে খেলছেন না সাকিব আল হাসান। ঘোষিত দলে চমক হয়ে এসেছেন চলতি বিপিএলে দারুণ পারফর্ম করা স্পিনার আলিস আল ইসলাম।টি টোয়েন্টি দলে রাখা হয়েছে তাঁকে।দেশের ক্রিকেটে একজন রহস্য স্পিনারের যে ঘাটতি,সেটি পূরণ করার প্রত্যাশা হয়ে এসেছেন এই স্পিনার।
এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদের টি টোয়েন্টি দলে থাকাও বড়ো খবরই।বিপিএলের চলতি আসরে তাঁর পারফরম্যান্স নির্বাচকদের বাধ্য করেছে তাঁকে দলে নিতে।আর ওয়ানডেতে মাহমুদউল্লাহ রিয়াদ তো অটো চয়েস। গত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সেরা পারফরম্যান্সের পর চোটের কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না তিনি।এবার ফিরলেন চোট কাটিয়ে।তবে টি-টোয়েন্টিতে প্রায় দেড় বছর পর ফিরলেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার।এই সংস্করণে দেশের হয়ে তিনি সবশেষ খেলেছেন ২০২২ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে। এছাড়া চোট কাটিয়ে দুই সংস্করণেই ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকে শ্রীলঙ্কা সফরে পরিবর্তন আছে মোট ৫টি।আলিসের সুযোগ পাওয়া ও মাহমুদউল্লাহর ফেরা ছাড়াও দলে ফিরেছেন দুই ওপেনার এনামুল হক,মোহাম্মদ নাঈম শেখ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২০ ওভারের দলে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন, শামীম হোসেন,রনি তালুকদার,মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।টি-টোয়েন্টির মতো ওয়ানডে দলেও ফিরেছেন তাইজুল।তার ও মাহমুদউল্লাহর ফেরাই ওয়ানডে দলের দুই পরিবর্তন।বাদ পড়েছেন আফিফ ও রাকিবুল হাসান। টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও আলিস আল ইসলাম। প্রথম দুই ম্যাচের ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।