ফটিকছড়িতে নিঁখোজের তিন দিন পর মোহাম্মদ রিফাত(৪) নামের এক শিশুর লাশ মিলল পুকুরে। উপজেলার নানুপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ওয়াইজ কাজির বাড়ি তাল পাড়া পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সে নানুপুর ইউনিয়নের মাইজভাণ্ডার নোয়া বাড়ি এলাকার মোহাম্মদ রফিকের পুত্র। সেখানে তারা ভাড়া বাসায় থাকে। নিজ বাড়ি কতুবদিয়া।
রিফাতের পিতা মোহাম্মদ রফিক জানান, তিন দিন আগে আমার ছেলে নিঁখোজ হয়। খবর পেয়ে এখানে এসে দেখি আমার ছেলের লাশ পুকুরের পানিতে ভাসছে। বাসা থেকে এত দূরে কিভাবে আসল আমি বুঝতে পারছিনা। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মঈনুদ্দিন জানান,আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি শিশুটির লাশ পুকুর ভাসছে। তিন আগে নিঁখোজ হওয়া শিশুটির পিতা মাতাকে খবর পাঠালে তারা এসে সনাক্ত করে এটা তাদের পুত্র।