আমেরিকার নিউইয়র্কে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত হয়েছেন।স্থানীয় সময় শনিবার সকাল ১১টার দিকে নিউইয়র্ক সিটি থেকে বিংহামটন শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেল (৫২) ও তাঁর স্ত্রী সাথী আহম্মেদ (৪৫) নিহত হন। গাড়ীর অপর দুই যাত্রী তাঁদের ছেলে ইসাম(১৮) অক্ষত থাকলেও অটিস্টিক আক্রান্ত মেয়ে মাইশা(৮) গুরুতর আহত অবস্থায় লাইফ সাপোর্টে আছে বলে জানিয়েছে নিউইয়র্ক ষ্টেট পুলিশ।
নিহত হাফিজ আহম্মেদের বাড়ি গাজীপুরে এবং তার স্ত্রী সাথী আহম্মেদের বাড়ি বরিশালে।নিহত সাথী নিউইয়র্কের গাজীপুর সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। পরিবারের চার সদস্যসহ তারা দীর্ঘদিন ধরে নিউইয়র্কেই থাকতেন।
তাদের ৮ বছরের সন্তান মেয়ে রাইদাকে নিয়ে শনিবার আমেরিকার নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে,অরেঞ্জ কাউন্টিতে একটি অপরাধীর গাড়ির পিছু ধাওয়া করছিল পুলিশ।এ সময় দুষ্কৃতকারীদের গাড়ির সঙ্গে হাফিজ দম্পতির গাড়ির ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।