একদিন কথায় কথায় কোন একজনকে বলেছিলেন, “ডার্ক ওয়ার্ল্ডে” নায়িকা হিসেবে পরীমনিকেই চেয়েছিলেন প্রযোজক ও ছবির নায়ক মুন্না।পরীমনি করেননি বলেই মাহিকে নিয়েছেন।এক কান দুই কান হয়ে সেকথা পৌঁছে যায় মাহির কানে।প্রযোজকের ওই ধরনের কথার জন্যই ক্রুদ্ধ হন মাহি, তাই অভিমান করে ছবি ছেড়ে দেন তিনি।
একাধিকবার বোঝানোর পরেও ছবিতে অভিনয়ে রাজি হননি।কিন্তু সকলের কাছে অভিনেত্রী ছবি ছাড়ার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ জানিয়েছেন।তাই খানিকটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে,তবে দ্রুতই এর সুরাহা হবে বলে আশা করেছিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান।কিন্তু তা আর হয়নি।শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন,দেশী নায়িকা নয়,”ডার্ক ওয়ার্ল্ড” করবেন কলকাতার নায়িকা নিয়ে। মাহিয়া মাহি কেন ছবি ছাড়লেন সেই প্রশ্নের জবাবে পরিচালক বলেন,পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী ঠিকঠাক সময়েই মাহি মন দিয়ে কাজ করছিলেন।কিন্তু হঠাৎ মাহি নিজেই ছবি থেকে সরে দাঁড়ান।
তিনি আরও বলেন,প্রযোজকের ওই ধরনের কথার কারণে মাহি অভিমান করেছিল।এরপর আমি একাধিকবার মাহিকে বোঝানোর চেষ্টা করেছি।কিন্তু মাহি তাঁর সিদ্ধান্তে অনড় ছিল।তবে আমি মাহির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি। এরপর আমি আমার মতো করে অভিনয়শিল্পী খুঁজতে থাকি।একটা সময় ভাবলাম,তাহলে আর দেশ থেকে নয়,দেশের বাইরের কোনো নায়িকা নিয়ে কাজ করি। তারপর কৌশানির সঙ্গে যোগাযোগ করি এবং সে গল্পটা পড়ে কাজটি করতে আগ্রহী হন।ইতিমধ্যেই কলকাতা থেকে উড়ে ছবির শুটিং শুরু করে দিয়েছেন কৌশানি। ভিত্তিক এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ে করবেন কৌশান।