ফটিকছড়িততে ডাকাতির চেষ্টাকালে মোহাম্মদ রহমত(৩০) ও মোহাম্মদ ফারুক(৩৫) নামে দুই ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ৭ ফেব্রুয়ারী সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনীয়া গ্রামের আব্বাস সিকদার বাড়ির বাসিন্দা ও বিবিরহাট বাজারের ব্যাবসায়ী মোহাম্মদ নুরুদ্দীনের ঘরে এ ঘটনা ঘটে।
আটক মোহাম্মদ রহমত পাইন্দং ইউনিয়নের আব্বাছের বাড়ীর নুরুচ্ছফার পুত্র ও মোহাম্মদ ফারুক একই ইউনিয়নের কচির মুহাম্মদ চৌধুরী বাড়ির কামাল সওদাগরের পুত্র। জানা যায়, পরিবরের লোকজন বাড়ীতে না থাকায় গভীর রাতে ব্যাবসায়ী নুরুদ্দীনের দ্বিতল ভবনের ২য় তলার গ্রীল কেটে প্রথমে মালামাল লুট করে। পরে নিচ তলার জানলার গ্রীল কাটার সময় সকালের আলোর ফুটলে পাশ্ববর্তী প্রতিবেশী টের পেলে স্থানীয়রা মিলে তাদের আটক করে উত্তম মধ্যম দেয়৷ পরে ফটিকছড়ি থানা পুলিশ খবর পেয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন,ডাকাতির চেষ্টাকালে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।