চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি চালিত অটোরিকশা-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে উপজেলার মনিয়া পুকুরপাড় এলাকার উত্তর পাশে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সাইফ সুমন নামের এক পথচারী বার্তা২৪.কমকে বলেন, ‘আমি ফটিকছড়ি থেকে শহরে যাচ্ছিলাম। মনিয়া পুকুর এলায় এসে দেখি অটোরিকশা ও চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ৩-৪ জন আহত হয়েছেন। একজনের অবস্থা খারাপ। অটোরিকশাটি ফটিকছড়িমুখী ছিল। শুনেছি চান্দের গাড়িটি নাকি বেপরোয়া গতিতে এসেছে।’
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত এক নারী চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দুর্ঘটনায় আহত তিনজনকে মেডিকেল আনা হয়েছে। এদের মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পাই। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি। এখনো বিস্তারিত জানি না।’