চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনা শুনতে পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস।
প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর ভোর রাত সাড়ে চারটায় আগুন নিভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
এতে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে অন্তত ৩০ লক্ষাধিক টাকা পরিমাণের বিভিন্ন সামগ্রী ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। তবে তিনি আগুন লাগার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।