ফটিকছড়িতে দ্রুত গতির মোটারসাইকেলের ধাক্কায় মোছাম্মৎ শামীম নামের এক গৃহবধু গুরুতর আহত হয়েছে। ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের এদিকে উক্ত সড়কের নাজিরহাট এফ টি ওয়াই কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। সে নাজিরহাট পৌরসভার পূর্বফরহাদাবাদ গ্রামের মোহাম্মদ নছিরের স্ত্রী। স্থনীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপজেলার নাজিরহাট হাসপাতাল রাস্তার মাথায় নোহা- পিকআপ গাড়ি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। এতে রামগড় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ দেলোয়ার (৭০) তাঁর স্ত্রীসহ ৭ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাজিরহাট হাইওয়ে থানান অফিসার্স ইনচার্য আদিল মাহমুদ।