শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন সিআইপি শেখ নবী ফাউন্ডেশন। ২ ফেব্রুয়ারি (শুক্রবার) নগরীর লালখান বাজার এলাকার শেখ ভবন চত্বরে ও রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই উপলক্ষে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আলোচনা সভা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা ও সংগঠক মো. জামসেদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন শ্রেষ্ঠ তরুণ করদাতা সমাজ হিতৈষী সিআইপি শেখ নবী।
সভায় বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আরশাদ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী কায়সার জামান, সমাজ হিতৈষী বিশ্বজিৎ দাশ, সমাজ হিতৈষী মো. ইউনুচ মিয়া, ব্যবসায়ী মো. সেলিম, ব্যবসায়ী মো. রাশেদ মিয়া, প্রবাসী ব্যবসায়ী শাহাদাত আলম, মো. ইয়াছিন আরাফাত প্রমুখ।