বোয়ালখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. সিরাজুল ইসলাম। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় উক্ত কমিটির সদস্য নির্বাচিত হন।
মো. সিরাজুল ইসলাম বলেন, আমি নিজেই গোমদণ্ডী পাইলট স্কুলের ছাত্র ছিলাম। বর্তমানে আমার ছেলে এই বিদ্যালয়ে অধ্যয়নরত। আমার প্রাণপ্রিয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি উক্ত বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি অন্যান্য সদস্যদের সাথে বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করে যাবো। আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সদস্য হিসাবে নির্বাচিত করায়।
উল্লেখ্য, সাংবাদিক মো. সিরাজুল ইসলাম বোয়ালখালী প্রেসক্লাবের তিনবারের সভাপতি, পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি, বোয়ালখালী বয়েস ক্লাবের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। এদিকে তার এই অর্জনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।