ভারতের বিপক্ষে হারে বেশ বড় ধাক্কাই খেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারায় টাইগার যুবারা।যুক্তরাষ্ট্রকে হারাতে পারলেই নিশ্চিত হয়ে যাবে সুপার সিক্স পর্ব।এমন সমীকরণের ম্যাচে আজ ব্লুমফন্টেইনে ‘এ’ গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।
দলীয় ২৯ রানেই ওপেনার আদিল বিন সিদ্দিকের (১৩) উইকেট হারায় তারা।এরপর অবশ্য আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি লড়াই চালিয়ে চান চৌধুরী মো. রিজওয়ানকে নিয়ে।তাদের জুটি বড় হওয়ার আগেই অবশ্য বিদায় নেন শিবলি (২৭)।শিবলির বিদায়ের পর রিজওয়ান ও আরিফুল মিলে ভালো জুটি গড়েন।সেই জুটিও ভাঙ্গে দলীয় ১০০-এর আগেই।৪০ বলে ৩৫ রানের ইনিংস আসে রিজওয়ানের ব্যাট থেকে। তবে এরপর বিপদ হতে দেননি আরিফুল ও আহরার। দুজনের ১২২ রানের জুটিই বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।আহরার ফেরেন ৪৯ বলে ৪৪ রান করে।আর আরিফুলের উইলো থেকে আসে ১০৩ বলে ৯ চারে সাজানো ১০৩ রানের দারুণ এক ইনিংস।যা এই টূর্নামেন্টে কোন বাংলাদেশী ব্যাটারের প্রথম সেঞ্চুরির ইনিংস।এছাড়া লোয়ার মিডল অর্ডারে নেমে শিহাব জেমস দুটো করে চার ও ছক্কায় খেলেন ১৭ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস।নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশের যুবারা। বল হাতে যুক্তরাষ্ট্রের বোলার আর্য গার্গ ৩টি এবং আরিন নাদকার্দি নেন ২টি উইকেট। ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারানো যুক্তরাষ্ট্র সাবধানী ব্যাটিং করতে থাকলে দ্বিতীয় উইকেটের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয় বাংলাদেশকে।দ্বিতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়ে তোলেন দুই আমেরিকান ব্যাটার প্রনব চেত্তিপালিয়াম ও সুনীল কাপ্পা।২৩.৩ ওভারে ব্যাটিং হিরো আরিফুল কাপ্পাকে আউট করে ব্রেকথ্রু এনে দেন। আমেরিকার হয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলা চেত্তিপালিয়াম রান আউট হয়ে গেলে আর বেশিদূর যেতে পারেনি যুক্তরাষ্ট্রের ইনিংস।অধিনায়ক মাহফুজুর রহমানের দারুণ বোলিংয়ে ১৭০ রানে অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র।বাংলাদেশ পায় ১২১ রানের জয়। ব্যাট হাতে সেঞ্চুরি ও বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন আরিফুল ইসলাম। দিনের অন্য দুই প্রতিদ্বন্ধীতাপূর্ন ম্যাচে নেপাল ১ উইকেটে আফগানিস্তানকে ও ওয়েষ্ট ইন্ডিজ ২ উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে। সংক্ষিপ্ত স্কোর:-বাংলাদেশ অ-১৯ ২৯১/৭(৫০), আরিফুল ১০৩,আহরার ৪৪,শিহাব জেমস৩১* আর্য গার্গ ৩/৬৮। যুক্তরাষ্ট্র অ-১৯ ১৭০/১০(৪৭.১) প্রনব চেত্তিপালিয়াম ৫৭,শ্রীবাস্তবা ৩৭,মাহফুজুর রহমান ৪/৩১। ফলাফল:- বাংলাদেশ ১২১ রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- আরিফুল ইসলাম।