পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। অথচ এ নির্বাচন নিয়ে টিআইবির প্রকাশিত প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও প্ররোচনামূলক। দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা বলছে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে। তাদের বক্তব্যকে ম্লান করতেই টিআইবি এ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিআইবি বেশিরভাগ সময় গবেষণা ছাড়াই প্রতিবেদন প্রকাশ করে। তারা কারো পক্ষ হয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে কি না- সেটাই এখন প্রশ্ন। কারণ, তাদের ভাষা বিএনপি নেতাদের বক্তব্যের সঙ্গে মিলে যায়।
তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারি তিনদিনের দ্বিপাক্ষিক সফরে ভারতে যাচ্ছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এ সফর করবেন তিনি।