শতোর্ধ্ববর্ষী ও ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ২০২৪-২০২৫ মেয়াদের নির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত ৩১ ডিসেম্বর ২০২৩, রবিবার, তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি ও সিবিএম গ্রুপের চেয়ারম্যান জয়নুল আবেদীন জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথ পরিচালনা করেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আবদুল করিম।
সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরোর সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মুখ্য সচিব ও সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ আবদুল করিম, সাবেক সচিব ও হাসপাতাল কমিটির চেয়ারম্যান মোঃ দিদারুল আনোয়ার। এছাড়াও সমিতির ট্রাস্টি বোর্ড, উপদেষ্টা পরিষদ, হাসপাতাল কমিটির অনেক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত নির্বাহী পরিষদ (২০২৪-২০২৫) এর কর্মকর্তা/সদস্যবৃন্দ হলেন সভাপতি সাবেক কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক চৌধুরী, মোহাম্মদ সফিউল আজম চৌধুরী, মোঃ গিয়াস উদ্দীন খান, মোহাম্মদ নাছের (নাছির), এডভোকেট নাসরীন সিদ্দিকা লিনা, সাধারণ সম্পাদক রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, অর্থ সম্পাদক সৈয়দ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, মোঃ তানভীর খান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, শিক্ষা ও পাঠাগার সম্পাদক রাহুল বড়ুয়া, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ পিয়ারু, সাংস্কৃতিক সম্পাদক পারভেজ মোঃ চৌধুরী, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোকছেদ আলম মনজু, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক মোঃ মামুনুর রশীদ রাসেল, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক প্রকৌশলী জাহিদ আবছার চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এডভোকেট রাবেয়া বেগম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ আবদুল মাবুদ, শফিকুর রহমান, মাহ্মুদ সালাহ্উদ্দীন চৌধুরী, এডভোকেট আনিচ উল মাওয়া আরজু, আলম ইশরাক চৌধুরী, মোহাম্মদ লোকমান ফারুকী, মোঃ ফরিদুল আলম, মোঃ কামাল হোসেন তালুকদার, মোঃ ওমর হায়াত চৌধুরী, মোহাম্মদ আমজাদ হোসাইন, শরন কুমার বড়–য়া, সাদিদ রেজা চৌধুরী ও মোঃ ফাহিম চৌধুরী।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব এডভোকেট এম. মাসুদ আলম চৌধুরী, সদস্য প্রফেসর ড. আনসারুল করিম, ড. বিমল গুহ, সুলতান মাহমুদ, ড. মোহাম্মদ মহিউদ্দিন, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মেসবাহ উদ্দীন জঙ্গী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ২০২৪-২০২৫ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনে মোহাম্মদ মুসলিম চৌধুরী সভাপতি এবং প্রকৌশলী উজ্জ্বল মল্লিক সাধারণ সম্পাদকসহ তাঁদের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে।