পুলিশের ওপর হামলার ঘটনায় সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সমিরকে (৩৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ডিবি পুলিশের অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মসিউর রহমান বলেন, গত ২৪ ডিসেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি রবিউল আলম সমিরকে অভিযান চালিয়ে আটক করে ডিবি পুলিশ। এসময় তার কাছে একটি দেশীয় শুটারগান ও তিন রাউন্ড গুলি পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে সে চট্টগ্রাম জেলে রয়েছে। এই মামলার অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রচার চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগে নৌকা ও ঈগল প্রতীকের ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় ৬৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। সন্দ্বীপ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জয়নুল বাদী হয়ে এই মামলা করেন।