শিক্ষা বিস্তারে চসিকের বিনিয়োগ ও ভর্তুকি অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভায় তিনি এ মন্তব্য করেন।
মেয়র বলেন, দেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে একমাত্র চসিকই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করে থাকে। বর্তমানে ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে পরিণত করছে চসিক। এক্ষেত্রে প্রতি বছর যে ভর্তুকি দিতে হয় সেটিকে আমি ব্যয় মনে না করে বিনিয়োগ মনে করি। কারণ শিক্ষার মাধ্যমে শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম ও সর্বোপরি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। এজন্য মেয়র হিসেবে আমি শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখবো।
সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার, কাউন্সিলর জহর লাল হাজারী, মেয়রের একান্ত সচিব ও প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, অধ্যক্ষ আলম আখতার, অধ্যক্ষ সুলতানা রাজিয়া, অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরীসহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।