আজ নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ ন্যায়বিচার দাবিতে ইলিয়াস জাফর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন খতিজা বেগম (৫০) চরণদ্বীপ মসজিদ ঘাট ফয়স আহমদ সদাগরের বাড়ি বোয়ালখালী চট্টগ্রাম চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে খতিজা বেগম জানান । আমার ঘরে এসে অস্ত্র প্রদর্শন করে আমার মেয়েকে শারীরিক নির্যাতন করেন একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নির্যাতন ও নতুন করে আরও মামলা দায়েরের ভয়ভীতি প্রদর্শন করছেন। তাই এর প্রতিবাদ এবং নিজের ও তার পরিবারে নিরাপত্তা নিশ্চিতসহ ন্যায়বিচার দাবি করে এ সংবাদ সম্মেলন করেছেন তিনি।
খতিজা বেগম তার লিখিত বক্তব্যে জানান, ইলিয়াস জাফরের লোকজন নিয়ে এসে ৫ লক্ষ টাকা দাবি করেন তিনি না দেওয়ার কথা বলার সাথে সাথে তাকে মারধর করে ফেলে যান তিনি থানায় মামলা করতে গেলে বোয়ালখালী থানায় তার মামলাটি নেননি ইলিয়া জাফর প্রভাবশালী নেতা হওয়ার কারণে সেজন্য পরবর্তীতে চট্টগ্রাম চীফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা করেন ১৪৩/ সংবাদ সম্মেলনে খতিজা বেগম দাবি করেন, তার বিরুদ্ধে মামলা করাই বইবৃত্তি এবং প্রতিনিয়ত টেলিফোনের হুমকি দিচ্ছেন আমাকে মেরে ফেলার। ভয়ভীতি দেখানো হচ্ছে। এ অবস্থায় নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। তিনি ন্যায় বিচারের স্বার্থে মানবাধিকার সংগঠনসহ রাষ্ট্রীয় সহযোগিতার দাবি জানান। এ সংবাদ সম্মেলনের সময় তার সঙ্গে দুই বোন উপস্থিত ছিলেন।