বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রামের ১৬ আসনে আ.লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ ২১ দলের ১৫২ প্রার্থী

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামে শেষদিনে উৎসবের আমেজে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। মিছিল- স্লোগান, শোডাউনে দিনভর মুখর ছিল রিটার্নিং অফিসারদের কার্যালয়ের আশপাশ। আচরণবিধিতে মিছিল-শোডাউন নিষিদ্ধ থাকলেও অনেক প্রার্থী সেটা মানেননি। বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রার্থীরা।

এদিকে চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সম্ভাব্য ১৫২ প্রার্থী। তবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৩২ প্রার্থী। সরাসরি ‘বিদ্রোহী’ মনোনয়র পত্র জমা দিয়েছেন আরও ৪ জন। তাছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, তৃণমূল বিএনপিসহ সর্বমোট ১৫২ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়।চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান রুহেল। এই আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দীন। এই আসন থেকে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ সাম্যবাদী দল, ইসলামী ফ্রন্ট বাংলাদেশসহ মোট ৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) মনোনয়পত্র জমা দিয়েছেন খদিজাতুল আনোয়ার সনি। এ আসন থেকে আওয়ামীলীগের ‘বিদ্রোহী’ হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু তৈয়ব এবং স্বতন্ত্র হিসেবে মনোননয় জমা দিয়েছেন ৪ প্রার্থী। বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাতীয় পার্টিসহ মোট ১৪ জন প্রার্থী এ আসনে মনোনয়ন জমা দিয়েছেন।
চট্টগ্রাম-৩ আসন (স্বদ্বীপ) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ প্রার্থী মাহফুজুর রহমান চৌধুরী মিতাসহ ১০ প্রার্থী। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১ জন।
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (পাহাড়তলী-আকবরশাহ অংশিক) আসনের বর্তমান এমপি ও বিদ্রোহী প্রার্থী দিদারুল আলম, মোহাম্মদ ইমরানসহ মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোট ৯ জন। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২জন। এ আসনে নৌকা প্রাথী এস এম আল মামুন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এম এ আব্দুস সালামসহ ১০ জন প্রার্থী মনোয়ননপত্র দাখিল করেছেন। এ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ২ জন। কল্যাণ পার্টির নেতা মেজর জেনারেল অব. ইব্রাহীম, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।
চট্টগ্রাম-৬ আসনে (রাউজান) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী ফজলে করিম চৌধুরী। এ আসনে বিদ্রোহী প্রার্থী নেই। তাছাড়া ১জন স্বতন্ত্র প্রার্থীসহ এ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৫জন।
চট্টগ্রাম-৭ আসনে (রাঙ্গুনিয়া) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী ড. হাছান মাহমুদ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জাতীয় পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, তৃণমূলসহ মোট ৭ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও বোয়ালখালী) আসনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী নোমান আল মাহমুদ। একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাবেক সিডিএ চেয়ারম্যান আলহাজ¦ আবদুচ ছালামসহ আরো ২জন। এছাড়া ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্টের প্রার্থীসহ মোট ১৩ জন মনোনয়ন জমা দিয়েছেন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বিভিন্ন দলের মোট ৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চট্টগ্রাম-১০আসনে (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে নৌকা প্রার্থী মহিউদ্দিন বাচ্চু মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই আসনে আওয়ামীলীগের ‘স্বতন্ত্র’ হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ এবং স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র মনজুর আলমসহ মোট ৪ জন স্বতন্ত্র প্রার্থী এ আসনে বিভিন্ন দলের মোট ১২ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী এম এ লতিফ। ওই আসনে চসিক কাউন্সিলর জিয়াউল হক সুমন ‘বিদ্রোহী’ হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আরও দুই জন। এ আসনে ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্টের মহাসচিব আল্লামা জয়নাল আবেদীন জুবাইরসহ বিভিন্ন দলের মোট ৯ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
চট্টগ্রাম- ১২ (পটিয়া) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী। এ আসনে বর্তমান সংসদ সদস্য শামসুল হক চৌধুরী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আরও দুই প্রার্থী। বিভিন্ন দল থেকে এ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন।
চট্টগ্রাম- ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আরও দুই জন। অন্যান্য দলসহ এ আসনে মোট ৭ জন মনোনয়ন দাখিল করেছেন।
চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ) আসনে আওয়ামীলীগ প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীসহ মনোনয়ন জমা দিয়েছে মোট ৮ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছে সাবেক চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী সহ বিভিন্ন দল থেকে মোট ৮ জন মনোনয়ন জমা দিয়েছে।
চট্টগ্রাম -১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ প্রার্থী আবু রেজা মোহাম্মদ নদভী। দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এম এ মোতালেব। সবমিলিয়ে বিভিন্ন দল থেকে এ আসনে মোট ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমানের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন দক্ষিণ জেলার সহ-সভাপতি মুজিবুর রহমানসহ চার জন। মোট প্রার্থী ১৩ জন।
আওয়ামী লীগ ছাড়াও চট্টগ্রামে প্রার্থী দেওয়া দলগুলো হচ্ছে- জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনাল পিপলস ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত আন্দোলন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল, সাংস্কৃতিক মুক্তিজোট, জাকের পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ এবং গণফোরাম।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মো. ফখরুজ্জামান বলেন, ‘১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত নমিনেশন ফরমগুলো যাচাই-বাছাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। যে সকল স্বতন্ত্র প্রার্থী নমিনেশন পেপার সাবমিট করেছেন, তাদের এক শতাংশ ভোটারের স্বাক্ষর প্রয়োজন হয়। আমরা সেগুলো অনবরত যাছাই করব আমরা ১ ও ২ ডিসেম্বর। ৩ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর দল থেকে নমিনেশন পাওয়া প্রার্থীদের যাছাই-বাছাই করা হবে। সেখানে আমাদের বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে কেউ ঋণখেলাপী আছেন কি না বা যে সকল বিষয়গুলো থাকলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে সে বিষয়গুলো আমরা যাচাইবাছাই করব। সেটার পর আমরা প্রাথমিক তালিকা প্রকাশ করব।’

এই বিভাগের সব খবর

কর্ণফুলী আবাসন প্রকল্পে পানি সরবরাহে ঐকমত্যে সিডিএ ও চট্টগ্রাম ওয়াসা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম ওয়াসা ‘কর্ণফুলী আবাসিক প্রকল্প’র জন্যে পানি সরবরাহের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার চট্টগ্রাম ওয়াসা ও সিডিএ’র ঐকমত্য সিদ্ধান্তের...

সিএনজিতে ব্রিটিশ নাগরিকের ফেলে যাওয়া ব্যাগ ফেরত দিল কোতোয়ালী পুলিশ

সিএনজিচালিত অটোরিকশায় ভুল করে হাতব্যাগ রেখে নেমে যান ২ ব্রিটিশ নাগরিক। ওই ব্যাগে ছিল ২টি ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা ও ব্যাংকের ১টি...

সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে

চট্টগ্রামের (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) সাতকানিয়া ও লোহাগাড়া থানায়...

সর্বশেষ

কর্ণফুলী আবাসন প্রকল্পে পানি সরবরাহে ঐকমত্যে সিডিএ ও চট্টগ্রাম ওয়াসা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম ওয়াসা ‘কর্ণফুলী আবাসিক...

সিএনজিতে ব্রিটিশ নাগরিকের ফেলে যাওয়া ব্যাগ ফেরত দিল কোতোয়ালী পুলিশ

সিএনজিচালিত অটোরিকশায় ভুল করে হাতব্যাগ রেখে নেমে যান ২...

সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে

চট্টগ্রামের (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা...

বিমানে বোমা আতঙ্ক: তল্লাশি চালিয়ে মেলেনি কিছুই

ইটালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টার বৈঠক, আইনের শাসনভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব...

জার্মান চ্যান্সেলরের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড...