দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসন থেকে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় প্রার্থীর প্রস্তাবক চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী, সমর্থক জাকির হোসেন রিপন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন— রানা নাসির, শওকত হোসেন, মুজিব মোহাম্মদ শাহেদ, সামসুল হুদা, আমির মোহাম্মদ বেলাল, ফিরোজ আলম সবুজ, মোহাম্মদ আক্তারুজ্জামান আক্কাস, মোহাইমিন ইসলাম সোহেল, আলি আকবর, কামরুল ইসলাম, মহানগর যুবলীগের সাবেক নেতা নেছার আহমেদ, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, বখতেয়ার ফারুক, আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, রাশেদ চৌধুরী, নাজমুল হাসান রুমি, জাহেদুল ইসলাম সুমন ও মো. আজাদ হোসেনসহ প্রার্থীর রাজনৈতিক সহযোদ্ধারা।
জমাদান শেষে আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ উপস্থিত সাংবাদিক, পেশাজীবি ও সমর্থকদের সাথে কুশল বিনিময় করেন।