একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) বেড়ে উঠার দক্ষতা (SKILLS TO GROW) বিষয়ক কর্মশালা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম বিজিএমইএ ভবন দক্ষিণ খুলশীতে অনুষ্ঠিত হয়েছে।
সিবিইউএফটি কর্তৃক আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীদেরকে হার্ড এন্ড সফট স্কিলের প্রয়োজনীয়তা এবং তৈরি পোশাক শিল্পের নতুন চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী এবং মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের। সেমিনারে আরও উপস্থিত ছিলেন সিবিইউএফটির রেজিস্ট্রার প্রকৌশলী আবদুল মান্নান, প্রফেসর কাজী নাজমুল হুদা, ডীন (সকল অনুষদ) মোহাম্মদ মশিউর রহমান, সহকারি অধ্যাপক অভি মিশ্র দাশ, সহকারি অধ্যাপক সাদিয়া আলম সহ সকল অনুষদের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।