রবিবার, ১৫ জুন ২০২৫
spot_img

সাতকানিয়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা

ইয়াবা বিক্রি ও সেবন করতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে সাতকানিয়ায় ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মাদক কারবারি। এসময় নিহতের ভাই ছদাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এগিয়ে আসলে তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করে গুরুতর সহ তাদের অপর সহোদর শাহ নেওয়াজও আহত হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে দশটার সময় উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মিঠাদিঘী এলাকার এ ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে নিহত শাহাদাত হোসেন (৩৩), আহত আনোয়ার হোসেন (৩৮) এবং তাদের অপর আরেক সহোদর শাহ নেওয়াজ (২৫) একই এলাকার রোয়াজির পাড়ার মৃত মোহাম্মদ ইউনুচের ছেলে।

ঘটনার সাথে সাথেই হত্যাকারী ছদাহা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রোয়াজির পাড়া এলাকার মোঃ ইসমাইলের পুত্র মাদক ব্যাবসায়ী মোঃ তারেককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ছদাহা ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুর রহিম জয় দৈনিক আজাদীকে জানান, ঘাতক মোঃ তারেক ইয়াবা বিক্রেতাও সেবনকারী। তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় অনেক মামলা আছে।

ইয়াবা বিক্রি ও সেবন করতে বাধা দেওয়ার কারণে সোমবার (২০ নভেম্বর) রাতে নিহতের চাচা আবু তালেবকে মারধর করে তারেক ও এলাহী। মঙ্গলবার রাতে তারেককে দেখা পেয়ে চাচাকে কেন মারধর করা হয়েছে জানতে চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে তারেক শাহাদাতকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এসময় শাহাদাতের ভাই আনোয়ার হোসেন এগিয়ে আসলে তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়। ভাইদের বাঁচাতে গিয়ে তাঁদের আরেক সহোদর শাহ নেওয়াজ আহত হয়।

গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে উপজেলার কেরানীহাটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন এবং আহত আনোয়ার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। তাদের আরেক সহোদর শাহ নেওয়াজ সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, হত্যাকারী মোঃ তারেক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। এই নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি। পাশাপাশি এসব মাদক ব্যাবসায়ীদের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাচ্ছি।

সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, প্রতিবেশী তারেক ও এলাহীর সঙ্গে আগে থেকেই বিরোধ চলে আসছিল। ঘটনার দিন কাটাকাটির জের ধরে তারেক এর ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন এর মৃত্যু হয়েছে। এসময় ভাইকে বাঁচাতে গিয়ে অপর সহোদর ২ ভাই আনোয়ার হোসেন ও শাহ নেওয়াজ আহত হয়। গুরুতর আহত আনোয়ার হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘাতক মোঃ তারেককে গ্রেফতার করা হয়েছে সে পুলিশ হেফাজতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের সব খবর

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

বাংলাদেশের সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি...

ইসরাইলি হামলায় ২০ জনেরও বেশি ইরানি কমান্ডার নিহত

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, ইরানে তাদের বিমান হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরিসহ ২০ জনেরও বেশি ইরানি সেনাবাহিনী ও রেভল্যুশনারি গার্ড কমান্ডার নিহত...

আলীকদমে পর্যটকের মৃত্যু : ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় ট্যুর এক্সপার্ট গ্রুপের মাধ্যমে ভ্রমণে এসে স্মৃতি আক্তার নামে এক নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন...

সর্বশেষ

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

বাংলাদেশের সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে বিশ্বব্যাংকের...

ইসরাইলি হামলায় ২০ জনেরও বেশি ইরানি কমান্ডার নিহত

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, ইরানে তাদের বিমান হামলায়...

আলীকদমে পর্যটকের মৃত্যু : ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় ট্যুর এক্সপার্ট গ্রুপের মাধ্যমে ভ্রমণে এসে...

নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর যে ধরনের প্রস্তুতি প্রয়োজন,...

ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার

জেলার সীতাকুণ্ডে যাত্রীবেশে উঠে চালকের কাছ থেকে ছিনতাই করে...

বিএনপির নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত করতে হবে: চসিক মেয়র

আসন্ন জাতীয় নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে...