আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়মী লীগের উপদেষ্ঠা মন্ডলির সদস্য ও চট্রগ্রাম জেলা আইনজীবি সমিতির নেতা এডভোকেট কামরুন নাহার।
এডভোকেট কামরুন নাহার ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতোপতো ভাবে জড়িত। তিনি ২০১০ সালে চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রাথী হিসেবে প্রথম মহিলা সহ-সভাপতি নির্বাচিত হন। ২০১৭ সালে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন। তিনি নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগে। তিনি একটি হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেন। পেশাগত জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরছেন প্রতিনিয়ত।
তিনি আশা প্রকাশ করেন, আওয়ামী লীগ সভানেত্রী ও জননেত্রী শেখ হাসিনা তাকে মূল্যায়ন করবেন। তিনি দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচিত হলে লোহাগাড়া সাতকানিয়া আসনের জনগনের জীবন মান উন্নয়ন ও নির্বাচিনী এলাকাকে আধুনিক ভাবে গড়ে তুলতে সচেষ্ট থাকবেন।