চট্টগ্রাম এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশনের উদ্যোগে শারদীয়া দুর্গাপূজাত্তোর বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় কোর্ট হিলস্থ এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশনের আহবায়ক অভিজিৎ রায় পুলকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঞা।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল সদস্য এডভোকেট এ.এস.এম. বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ নাজিম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ.এস.এম. বজলুর রশিদ মিন্টু, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ আবদুর রশিদ, চট্টগ্রাম জেলা আইনজীবী বিজয়া সম্মেলন পরিষদের সভাপতি এডভোকেট তরুণ কিশোর দেব, পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথ, পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ ও সভাপতি শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত¡বিদ ও সমাজচিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।
বিজয়া পুনর্মিলনী পরিষদের সচিব রকি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পীবৃন্দ।