বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

গাজার শিফা হাসপাতালে নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েলী সেনারা,হামাসের উপর ফের নিষেধাজ্ঞা

- Advertisement -
Single page 1st Paragraph

গাজার শিফা হাসপাতালে ঢুকে নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েলী সেনারা।তাঁদের হামলায় চিকিৎসাধীন অবস্থায় কমপক্ষে ৪০ জন নিহত ও অনেকে গুরুতর আহত হয়েছেন।নিহতদের বেশীর ভাগই হলেন নারী ও শিশু। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা গাজার শিফা হাসপাতালে প্রবেশ করেছে।হামলার বিষয়ে পরিস্কার করে কিছু বলেনি তাঁরা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, শিফার ওপর ইসরাইলি অভিযান “মানবতার বিরুদ্ধে নতুন অপরাধ”।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি গাজার বেশ কয়েকটি হাসপাতালে “ভয়াবহ পরিস্থিতি ও নাটকীয় প্রাণহানিতে গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে শিফা হাসপাতালে হামলার ঘটনা এড়িয়ে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন হামাসের জিম্মিদের মুক্তি দেওয়া হবে। কিন্তু কোন সময়সূচির কথা বলেননি তিনি।জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি সাংবাদিকদের বলেছেন, হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যরা হাসপাতাল থেকে একটি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র পরিচালনা করে।তিনি বলেন, তাদের সামরিক অভিযানকে সমর্থন করতে এবং জিম্মিদের আটকে রাখার জন্য তারা নীচের একটি সুড়ঙ্গ ব্যবহার করে।

সর্বশেষ মৃতের সংখ্যা: ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে ১,২০০ জন নিহত হয়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরাইলের হামলায় ১১,০০০ নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। ইসরাইলি সেনারা স্থানীয় সময় বুধবার ভোরে, গাজার শিফা হাসপাতালে হামলা চালায়। হামাস জঙ্গিদের খোঁজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কয়েক মিনিটের সতর্কবার্তা দেওয়ার পরই তারা এ হামলা চালায়। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)এক বিবৃতিতে বলেছে, “গোয়েন্দা তথ্য এবং অপারেশনাল প্রয়োজনীয়তার ভিত্তিতে আইডিএফ শিফা হাসপাতালের একটি নির্দিষ্ট এলাকায় হামাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও লক্ষ্যযুক্ত অভিযান চালাচ্ছে।”বিবৃতিতে আইডিএফ হামাসের সব যোদ্ধাকে আত্মসমর্পণের আহ্বান জানায়।

ইসরাইলি অভিযোগ হামাসের অস্বীকার:- শিফা হাসপাতালে হামলার পেছনে হাসপাতালটিকে হামাস যোদ্ধারা ব্যবহার করে বলে যে অভিযোগ করেছে ইসরায়েল,হামাস তা অস্বীকার করেছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মুনির আল-বুরশ আল জাজিরা টেলিভিশনকে বলেন, ইসরাইলি বাহিনী মেডিকেল কমপ্লেক্সের পশ্চিম দিকে অভিযান চালিয়েছে।এর আগে হামাস তাদের যোদ্ধাদের জন্য হাসপাতালগুলোকে আচ্ছাদন হিসেবে ব্যবহার করছে ইসরাইলের এই দাবিকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইল বলছে,শিফার নিচে একটি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে।হামাস আবারও এই অভিযোগ অস্বীকার করেছে।হামাস বলছে,প্রায় ৬৫০ জন রোগী এবং ৫,০০০-৭,০০০ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক হাসপাতালে আশ্রয় নিয়েছে।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন,গাজার হাসপাতালগুলোকে অবশ্যই রক্ষা করে চলতে হবে।গাজা সিটির প্রধান চিকিৎসা কেন্দ্র শিফা হাসপাতালে বেশ কয়েকদিন ধরে ইসরাইলি বাহিনী কর্তৃক অবরুদ্ধ ও এর কারণে সৃষ্ট সংকটের অবনতির খবরের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বাইডেন একথা বলেন। জাতিসংঘের সংবাদদাতা মার্গারেট বেশির এবং হোয়াইট হাউসের ব্যুরো প্রধান প্যাটসি উইদাকুসওয়ারা এই প্রতিবেদনে অবদান রেখেছেন। হামাসের উপর যুক্তরাষ্ট্র ও বৃটেনের নিষেধাজ্ঞা:- ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী(পশ্চিমাদের ভাষায়) হামাসকে লক্ষ্য করে তৃতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। গত মাসে ইসরাইলের ওপর আকস্মিক হামলার পর গোষ্ঠীটি এবং এর অন্যতম মিত্র ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ইরানি অর্থায়ন বন্ধ করার চেষ্টা করছে তারা।যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলিন এক বিবৃতিতে বলেছেন, এই দুই দেশ হামাসকে তাদের নৃশংসতা চালিয়ে যাবার জন্য তহবিল সংগ্রহ ও তা ব্যবহারের ক্ষমতা থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।ইয়েলিন বলেন, “হামাসের কর্মকাণ্ড ব্যাপক দুর্ভোগের সৃষ্টি করেছে এবং একই সাথে দেখিয়েছে সন্ত্রাসবাদ বিচ্ছিন্নভাবে ঘটে না। আমাদের অংশীদারদের সাথে একত্রে আমরা হামাসের আর্থিক অবকাঠামোর অবনতি ঘটাতে, তাদের বাইরের তহবিল থেকে বিচ্ছিন্ন করতে চাই। তাদের জঘন্য কর্মকাণ্ডে অর্থায়নের জন্য নতুন তহবিল চ্যানেলগুলি বন্ধ করার জন্য আমরা পরিকল্পনামাফিক এগিয়ে যাচ্ছি।” পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, “হামাস ও এর সহযোগীদের অপব্যবহার থেকে” আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাকে রক্ষা করার লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইসরাইল বলছে, হামাস যোদ্ধারা গত মাসে ইহুদি রাষ্ট্রের অভ্যন্তরে ১,২০০ লোককে হত্যা করেছে।তারা প্রায় ২৪০ জনকে জিম্মি করেছে, যাদের মধ্যে মাত্র চারজনকে মুক্তি দেয়া হয়েছে। অপরদিকে ইসরাইলের বিমান হামলায় হাজার হাজার নারী ও শিশুসহ ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাসের মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে।ইসরাইল, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন ও অন্যান্য দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সূত্র:-আল জাজিরা,এপি ও ভয়েস অফ আমেরিকা।

এই বিভাগের সব খবর

জুলাই গণহত্যা মামলায় সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে

চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

বোয়ালখালীতে অস্ত্র-ককটেলসহ ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে অস্ত্র ও ককটেল বিস্ফোরকসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তারা হলেন- নুরুল আমিন (৪৬), মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২)...

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ...

সর্বশেষ

জুলাই গণহত্যা মামলায় সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে

চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)...

বোয়ালখালীতে অস্ত্র-ককটেলসহ ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে অস্ত্র ও ককটেল বিস্ফোরকসহ আওয়ামী লীগ ও যুবলীগের...

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায়...

নিরপেক্ষ ভূমিকায় থেকে জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

নির্বাচন কমিশন জাতির প্রতি দায়বদ্ধতা থেকে একটি সুষ্ঠু ও...

শিশুদের ‘নতুন কুঁড়ি’ পুরস্কার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘদিনের জনপ্রিয় শিশু প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর...

সাহিত্যের আড্ডায় চিন্তার আদান প্রদান হয়

চট্টগ্রাম একাডেমি আয়োজিত সাহিত্য আড্ডায় বক্তারা বলেছেন, লেখালেখির ক্ষেত্রে...