বিজনেস সোসাইটি অব বিপনি বিতানের (বিএসবিবি) এক সাধারণ সভা আজ (১৪ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটা হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিপনি বিতানের বিশিষ্ট ব্যবসায়ী সংগঠনের সিনিয়র সদস্য জনাব শাহজাহান চৌধুরী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএসবিবি মুখপাত্র কবি সংগঠক শারুদ নিজাম।
স্বাগত বক্তব্য রাখেন শহীদুল ইসলাম, বিএসবিবিবি সদস্যদের মধ্যে ফরমান উল্লাহ, মুশফিকুর রহিম ফাহিম, মোঃ আকতার, নুরুল আবসার, জাহাঙ্গীর আলম, রাজীব বনিক, আব্দুল মান্নান আজম ইকবাল বিভিন্ন বিষয় পুঁজি বিনিয়োগ, বিপনি বিতানের উন্নয়ন, ব্যবসায়ী ও কর্মচারীদের পেশাগত উন্নয়নে কর্মসূচি গ্রহনের উপর বক্তব্য রাখেন।
বিপনি-বিতানের প্রায় ৫০ জন ব্যবসায়ীর উপস্থিতিতে আগামী দুবছরের জন্য একটা কমিটি গঠন করেন। উপদেষ্টা -মোঃ শাহজাহান চৌধুরী আহবায়ক -শারুদ নিজাম, সদস্য সচিব -আজম ইকবাল, সহ সদস্য সচিব – শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ – মুশফিকুর রহিম ফাহিম, সদস্য- রনি সাহা, রাজীব বনিক ও সাইমুর রহমান।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিপনি বিতান বি ব্লক সাধারণ সম্পাদক জনাব মোঃ আকতার।