রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় মামুন মজুমদার (৩৫) নামের ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে র্যাব। তিনি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উত্তরার আব্দুল্লাহপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ।
তিনি বলেন, বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিন চলছে। চলমান অবরোধের নাশকতা এড়াতে র্যাব-১ এর দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে রাজধানীর আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে (৩৫) প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে আটন করে র্যাব-১ এর সাদা পোশাকে ডিউটিরত সদস্যরা।
লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ বলেন, আটক ছাত্রদল নেতা ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছেন। কেন্দ্রিয় নির্দেশে সারাদেশে নাশকতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে রাজধানীর বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের বিভিন্ন পদ পদবীর প্রলোভন দেখিয়ে এই ধরনের নাশকতা চালিয়ে আসছে।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান।