ফটিকছড়িতে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া চাঁদের গাড়ির চাপায় পৃষ্ট হয়ে তাইরিন তাবাসসুম তোহা(০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২জন শিক্ষার্থী।
সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের টেকের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তোহা (৯) ওই এলাকার হাফেজ জাহেদুল ইসলামের কন্যা। সে সুয়াবিল ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তোহা এবং তার আরো ২ সহপাঠী প্রতিদিনের মত সোমবারে সকালে স্কুলে যাচ্ছিল। তারা টেকের দোকানের সামনে গেলে বেপরোয়া চাঁদের গাড়ি চাপায় তোহাকে চাপা দেয়। এসময় তাদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোহাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং একজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও অন্য একজনকে চমেকে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে নিহতের এক আত্মীয় মোহাম্মদ আবু জানান, মেয়েটি আমাদের অনেক আদরের। আরেকটি ছেলে আছে প্রতিবন্ধী। মেয়েটি স্কুলে আসার সময় বেপরোয়া জীপ গাড়ি রাস্তায় স্প্রিট ব্রেকার থাকার পরেও মেয়ের শরীরের উপর চালিয়ে দেয়। গাড়িটি ড্রাইভার না চালিয়ে হেলপারকে দিয়ে চালাচ্ছিল। গাড়িটা স্থানীয়রা আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিম বলেন, ৩জন শিক্ষার্থীকে গুরুত্বর আহত অবস্থায় মেডিক্যাল এ আনা হলে একজন মারা যায়। অন্য ২জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বাকি একজন কে চমেকে প্রেরণ করা হয়।