রামগড়ে হাইকোর্টের আদেশ অমান্য করে ইটভাটা চালু রাখায় ভ্রাম্যমান আদালত তিন ভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এ জরিমানা করেন।নুরজাহান ব্রিকস, নুরুল ইসলাম ব্রিকস ও হাজেরা ব্রিকস কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী এই টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ১২০৪/২০২২ মূলে ইটভাটায় লাল পতাকা ও নোটিশ টাঙিয়ে বন্ধ করা পরও ভাটা মালিকরা নির্দেশ অমান্য করে ইট পোড়ানো, ইট সরবরাহ ও শ্রমিক দিয়ে কাজ করছিলেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি উপজেলার নয় ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়। এর আগে গত ৫ ও ৬ ফেব্রুয়ারী রামগড়ে নয় ভাটা মালিককে ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।