ভারত থেকে আমদানিকৃত প্রায় ২৮ টন মহিষের মাংস আজ সোমবার সকালে প্রকাশ্যে নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ।
মাংস বিক্রির বিষয়টি ব্যাপক প্রচারণার জন্য গতকাল রবিবার চট্টগ্রাম কাস্টমসের নিলাম কার্যালয়ের দুই কিলোমিটার এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বিশেষ করে বাজার এলাকাগুলোতে প্রচারণায় প্রাধান্য দিচ্ছে সংস্থাটি।
কাস্টসের তথ্য অনুযায়ী, ভারত থেকে আমদানিকৃত মাংসগুলোর ওজন ২৭ হাজার ৯৮০ কেজি। হিমায়িত একটি কনটেইনারে মাংসগুলো আমদানি হয়েছে এ বছরেই। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখা মাংসগুলো বিক্রির সংরক্ষিত মূল্য নির্ধারণ করেছে ২ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ৩৯৩ টাকা।
তবে নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতা কিনতে পারবেন মাংসগুলো। এই নিলামে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান যে কেউই অংশ নিতে পারবেন বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। নিলাম কাজ পরিচলনা করবে কাস্টমস অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান কে এম কর্পোরেশন। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখায় মাংস ক্রয়ের বিজ্ঞপ্তি ও ক্যাটালগ পাওয়া যাবে।