কক্সবাজারের চকরিয়ায় বনবিভাগ ও প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ২ টি করাত কল উচ্ছেদ করেছে। এ সময় করাত কলের যন্ত্রাংশসহ ২৫ টি বল্লী ও বিবিধ শ্রেণীর ৭ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। দুটি করাত কলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ( ২ অক্টোবর) সকালে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মাইজ পাড়ায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক শীতল পাল ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা,মেহরাজ উদ্দীনের নেতৃত্বে পুলিশ, বন কর্মী ও সিপিজি সদস্য যৌথভাবে এ অভিযান চালায়। রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দীন জানান সোমবার সকালে যৌথ অভিযানে ডুলাহাজারা ইনিয়নের পশ্চিম মাইজ পাড়ার মৃত নুরুল হুদার ছেলে জসিম উদ্দিন ও আবুল কাশেমের ছেলে নজির আহমদ এর মালিকানাধীন দুইটি অবৈধ কারাত কল উচ্ছেদ করা হয়েছে। এ দুটি করাত কলের লাইসেন্স বা বৈধ কোন কাগজ পত্র ছিলনা। তিনি জানান অভিযান চলাকালে ২ টি মেশিন, ২ টি করাত, ১ লোহার ট্রে,, ১ টি চাকা, ২৫ টি বল্লী ও ৭ ঘনফুট বিবিধ কাঠ জব্দ করা হয়েছে।