দোহা ফুড বিক্রির জন্য সাজিয়ে রেখেছিল মেয়াদোত্তীর্ণ জন্মদিনের কেক, চকলেট। শনিবার তাদের এই শাখায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ এসব কেক চকলেট জব্দ করে ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। একইসঙ্গে এই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
একই অভিযানে মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয় খাতুনগঞ্জের দুই ব্যবসায়ীকে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন হক এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ বার্থডে কেক ও চকলেট বিক্রির জন্য রাখায় দোহা ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করায় খাতুনগঞ্জ বাজারের এক পেঁয়াজ ব্যবসায়ীকে ২ হাজার ও চাক্তাইয়ের এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।