চট্টগ্রাম নগরের খুলশীতে ছুরিকাঘাতে আবদুর রহমান সুজন (২০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খুলশী থানার সেগুনবাগান ক্যান্টিন গেট এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সুজন নোয়াখালী জেলার সেনবাগ থানার মো. রিপনের ছেলে। তিনি নগরীর খুলশী থানাধীন টিকিট প্রিন্টিং এলাকায় থাকতেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, ছুরিকাঘাতে আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, পূর্ব শত্রুতার জেরে সুজন নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।