বিশ্বকাপ প্রস্তুতীতে ব্যস্ত নেদারল্যান্ডস বাদে অংশ নিতে যাওয়া বাকি নয় দল।এশিয়া কাপের উত্তেজনা ছাপিয়ে বারবার শিরোনামে আসছে অসিদের বিপক্ষে প্রোটিয়াদের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।ইতিমধ্যে নিষ্পত্তি হওয়া চার ম্যাচেই দুই দলের ব্যাটিং তান্ডব বিষ্মিত করেছে পুরো ক্রিকেট বিশ্বকে।দুই দলের সিরিজে ব্যাটিংয়ের যে প্রদর্শনী চলছে তাতে ইংল্যান্ডের “বাজবল” এখন অতীত।গতকাল অনুষ্ঠিত ম্যাচের আগে সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা স্বাগতিক অষ্ট্রেলিয়াকে ১৬৪ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে।দলের জয়কে ছাপিয়ে সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রোটিয়া ব্যাটসম্যান হেনরিক ক্লাসেনের ব্যাটিং।ডেভিড মিলারের সাথে গড়া ২২২ রানের জুটি।যাঁরা ম্যাচটি দেখেননি তাঁদের জন্য কিছু পরিসংখ্যান থাকছে রিপোর্টে।সত্যি বলতে ক্লাসেন এর অমন কীর্তি ব্যাখ্যা করে এমন শব্দ খুঁজে পেতে বিশ্বের বড়ো ক্রীড়া সাংবাদিককেও বারবার ভাবতে হয়েছে নিশ্চিত। টস জিতে স্বাগতিকরা ব্যাটিংয়ে পাঠায় অতিথি তথা দক্ষিণ আফ্রিকাকে।দলীয় ৬৪ রানে প্রথম উইকেট হারানো প্রোটিয়ারা ১৯৪ রানে যখন চতুর্থ উইকেট হারায় তখন ম্যাচের ৩৪.৪ ওভার চলছে।
বাকি ৯২ বলে দলীয় টোটাল ৩৩০ হলেই খুশি হবার কথা যেকোনো দলের।কিন্তু না। হেনরিক ক্লাসেন ডেভিড মিলারকে নিয়ে সুপার স্পোর্টস পার্কে যা করলেন,তাতে দলের সংগ্রহ হলো ৫০ ওভার শেষে ৪১৬/৫।ইনিংসের শেষ বলে ক্লাসেন আউট হয়ে যখন ফিরছেন,তখন তাঁর নামের পাশে ১৭৪ রান।এই রান করতে তিনি বল খেলেছেন ৮৩ টি।বলপ্রতি দুই রানের বেশি!সমান ১৩টি করে চার ও ছক্কা হাঁকান তিনি।প্রথম ২০৮ বলে চার উইকেটে ১৯৪ রান করা দক্ষিণ আফ্রিকা শেষ ৯২ বলে ২২২ রান করে!শেষ বলে আউট হওয়া এক উইকেটের বিনিময়ে!ডেভিড মিলার করেন অপরাজিত ৮২ রান।৪৫ বলের ইনিংসে তিনি ছয়টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান।তাঁদের দুজনের কাছে কমবেশি সব অসি বোলার পিটুনি খেলেও লজ্জার রেকর্ড করেন আগের ম্যাচজয়ী বোলার এডাম জাম্পা।১০-০-১১৩-০। এই স্পেলকে আজীবন মনে রাখবেন নিশ্চয়ই তিনি। এতো বিশাল লক্ষ্য তাড়া করার সামর্থ্য অসিদের আছে। চলমান সিরিজে তাঁরাও বিশাল স্কোর করেছে।কিন্তু সেই চেষ্টা করে তাঁরা ২৫২ রানে অলআউট হয়ে যায়।তখনো ১৫.১ ওভার বাকি।প্রোটিয়া দুই পেসার এনগিডি ও রাবাদা সাত উইকেট ভাগাভাগি করে নিয়ে দলের জয় ত্বরান্বিত করেন।অসিদের পক্ষে উইকেট কিপার এলেক্স ক্যারি নার্ভাস নাইনটি নাইনের দূর্ভাগ্য বরণ করেন।
৭৭ বলে গড়া তাঁর ইনিংসে কেউ তাল মেলাতে পারেনি।ফলাফল ১৬৪ রানের বিশাল পরাজয়। সিরিজের ফাইনালে পরিণত হওয়া শেষ ম্যাচের দিকে তাকিয়ে পুরো ক্রিকেট বিশ্ব। সংক্ষিপ্ত স্কোর:-দক্ষিণ আফ্রিকা ৪১৬/৫(৫০) হেনরিক ক্লাসেন ১৭৪,ডেভিড মিলার ৮২*,ফর ডার ডুসেন ৬২।হ্যাজেলউড২/৯১। অষ্ট্রেলিয়া ২৫২/১০(৩৪.৫) এলেক্স ক্যারি ৯৯, এনগিডি ৪/৫১,রাবাদা ৩/৪১। ফলাফল:- দক্ষিণ আফ্রিকা ১৬৪ রানে জিতে সিরিজ ২-২ সমতায়। ম্যান অফ দ্য ম্যাচ:-হেনরিক ক্লাসেন।