বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
spot_img

মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে মহানগর গাউসিয়া কমিটির র‌্যালি

বিশ্বমানবতার মুক্তির দূত রাসুলে করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম.) এ ধরাধামে শুভাগমনের মাস পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গতকাল শুক্রবার মহানগর গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে আসর নামাজ আদায়ের পর হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। বিকেল ৩টা হতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা হতে মিছিলসহকারে গাউসিয়া কমিটির সর্বস্তরের কর্মীরা জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সমবেত হতে থাকে। নামাজে আসর এরপর সমাবেশ শেষে ধর্মপ্রাণ মুসল্লীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, চাঁদ–চার তারকার ত্রিকোণাকার সবুজ পতাকা, বিভিন্ন আহ্বান সম্বলিত প্লে–কার্ড, ফ্যাস্টুন, ইয়া নবী সালাম আলাইকা, মোস্তফা জানে রহমত পে লাখো সালাম ইত্যাদি হামদ–না’তে রাসুল (দ.), নারায়ে তকবির– আল্লাহু আকবর, নারায়ে রিসালাত– ইয়া রাসুলাল্লাহ (দ.)সহ নানা স্লোগানে আকাশ–বাতাস মুখরিত করে নগরীর প্রধান–প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। স্বাগত র‌্যালি পূর্ব সমাবেশে বক্তারা আনজুমান ট্রাস্টের উদ্যোগে আওলাদে রাসুলের নেতৃত্বে ৯ই রবিউল আউয়াল রাজধানী ঢাকায় এবং ১২ রবিউল আউয়াল বন্দর নগরী চট্টগ্রামে ৫১তম জশনে জুলুছে ঈদ–এ মিলাদুন্নবী (দ.) সফল করার জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানান।

মহানগর গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চত্ত্বরে মাহে রবিউল আউয়ালের স্বাগত র‌্যালি পূর্ব সমাবেশে বক্তারা এই আহ্বান জানান।

গাউসিয়া কমিটি মহানগর শাখার সভাপতি তছকির আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় র‌্যালি পূর্ব সমাবেশে উদ্বোধক ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারী ও জুলুছ সাব কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, আর্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল আলম, ফিন্যান্স সেক্রেটারী এনামুল হক বাচ্চু, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ারুল হক, যুগ্মমহাসচিব মাহবুবুল হক খান, সাংগঠনিক সম্পাদক মাহবুবে এলাহী সিকদার, কমরুদ্দীন সবুর, আবদুল হাই মাসুম, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা আবদুল আলিম রিজভী, আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম মহানগর সভাপতি আল্লামা শাহ নুর মোহাম্মদ আলকাদেরী, খায়র মোহাম্মদ, মোহাম্মদ হাসান, আবদুল হামিদ সর্দার, মোহাম্মদ আবুল বশর, সাবের আহমদ, মোহাম্মদ সেকান্দর মিয়া, আইয়ুব দোভাষ, দ্বীন মোহাম্মদ, মোহাম্মদ মনজুরুল আলম মঞ্জু, মাওলানা মুহাম্মদ ইলিয়াস আলকাদেরী, মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল, মুহাম্মদ সালামত উল্লাহ, হাবিবুর রহমান সর্দার, মোহাম্মদ ইলিয়াস মুন্সী, মোহাম্মদ হাশেম, খন্দকার ইরশাদুল আলম হীরা, মোহাম্মদ আলম আবদুল্লাহ, মোহাম্মদ সাহাব উদ্দীন, মাওলানা সালামত আলী, মাওলানা হারুনুর রশিদ, মুহাম্মদ মুসলিম উদ্দিন, মুহাম্মদ ফয়েজুর রহমান, মুহাম্মদ আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জানে আলম জানু, মুহাম্মদ জোবায়েদ উদ্দিন টুটুল, রেজাউল হোসেন জসিম, মোহাম্মদ হামিদ প্রমুখ। শেষে দোয়া–মুনাজাতের মাধ্যমে বর্ণাঢ্য র‌্যালির সমাপ্তি ঘটে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেলওয়ের ৩০ কোটি টাকার ভূমি উদ্ধার

চট্টগ্রাম রেল স্টেশনের কাছে নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে রেলওয়ের প্রায়  ত্রিশ কোটি টাকা মূল্যের ৪০ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানে ১২টি...

জ্বালানি খাতকে টেকসই ও গুণগত মানসম্পন্ন করতে কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জ্বালানি খাতকে টেকসই এবং ব্যয় সাশ্রয়ী ও গুণগত মানসম্পন্ন  করতে...

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে মিরাজ

আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠলেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। চলতি সপ্তাহে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেড টেস্টে ব্যাট-বল হাতে ভালো করতে পারেননি ভারতের...

সর্বশেষ

চট্টগ্রাম রেলওয়ের ৩০ কোটি টাকার ভূমি উদ্ধার

চট্টগ্রাম রেল স্টেশনের কাছে নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে...

জ্বালানি খাতকে টেকসই ও গুণগত মানসম্পন্ন করতে কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের...

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে মিরাজ

আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠলেন বাংলাদেশের মেহেদি...

তাপস-মুন্নীর গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ

দেড় কোটি টাকার বেশি স্যাটেলাইট ফি বকেয়া থাকার কারণে...

আইনি সুযোগ না থাকায় চিন্ময়ের পক্ষে ঢাকার আইনজীবীর ৩ আবেদনই নাকচ

আইনি সুযোগ না থাকায় রাষ্ট্রদ্রোহ মামলায় কারান্তরীণ চিন্ময় কৃষ্ণ...

আনোয়ারায় রোহিঙ্গা নারীর ভোটার হওয়ার চেষ্টা, আটক ৩

আনোয়ারায় ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) করতে গিয়ে...