প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আমলে ২০০৬ সালে মাত্র ৫ হাজার ৮০০ কোটি টাকা উন্নয়ন বরাদ্ধ ছিল। আমরা ৬ গুণ বাড়িয়ে এখন ৪০ হাজার ৫০০ কোটি টাকা করেছি।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা তৃণমূল পর্যায়ের জনগণের নির্বাচিত প্রতিনিধি। আপনাদের উপস্থিতিতে গণভবনের মাটি ধন্য হয়েছে। তৃণমূল মানুষের প্রতিনিধি হিসেবে আপনারা এখানে এসে বক্তব্য দিয়েছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানায়।
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই স্লোগান নিয়ে দিবসটি দেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে। জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি গত ২৫ ফেব্রুয়ারি উদযাপনের কথা থাকলেও তা পিছিয়ে ১৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।
এর আগে সকাল থেকে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা গণভবনের সামনে জড়ো হন। সকাল ৯টার দিকে তারা ভেতরে প্রবেশ করেন।
দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌর মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সাময়িক বরখাস্ত এবং মামলার আসামিদের এ অনুষ্ঠানে ডাকা হয়নি।