চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।
ব্যক্তিগত কারণ দেখিয়ে বুধবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে তানভীর বলেন, ব্যক্তিগত কারণে আমি পদত্যাগপত্র পাঠিয়েছি।
এর আগে তানভীর সিসিসিআইর পরিচালক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, সৈয়দ এম তানভীরের পদত্যাগপত্রটি জমা নেওয়া হলেও এটি কার্যকর বা অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হবে বোর্ড সভায়।