চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম। দুদকের হটলাইন নম্বর ১০৬ এ ফোন পেয়ে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে দুদক। এ সময় প্রতিষ্ঠানটির বেশ কিছু নথি পর্যালোচনা করেন দুদক কর্মকর্তারা।
আজ বুধবার দুপুরে দুদকের ১০ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দুদকের উপ-পরিচালক নাজমুস সাদাত।
নাজমুস সাদাত বলেন, ‘আমাদের হটলাইন নম্বর ১০৬ এ ফোনে অভিযোগ পেয়ে আমরা এই অভিযান চালাই। আমাদের কাছে অভিযোগ ছিল ভবনের নকশা অনুমোদনের ফরমে ব্যাংকের সীল-স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করা হচ্ছে। ঘন্টা দুয়েকের মতো আমরা সেখানে ছিলাম।’
‘যেহেতু এখানে অনেকগুলো নথি যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে, তাই আমরা প্রতিষ্ঠানটির দুই বছরের কাগজপত্র চেয়েছি। যা পরবর্তীতে পর্যালোচনা করে এবং ব্যাংক হিসাবের সঙ্গে কোনো অমিল আছে কিনা তা খতিয়ে দেখা হবে। সোমবারের মধ্যে তারা আমাদের সব কাগজপত্র দেবেন বলে জানিয়েছে।’
অভিযোগের সত্যতা পাওয়া গেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা বেশিক্ষণ থাকিনি। গত চার বছরের প্রায় আট থেকে ৯ হাজারের মতো ফাইল আছে। তবে কয়েকটি ফাইল দেখেছি। একটি দুটিতে অসঙ্গতি আছে বলে মনে হয়েছে। পুরো বিষয়টি আরও খতিয়ে দেখতে হবে।’