বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
spot_img

লিবিয়ায় ঝড় ও বন্যায় প্রাণ গেল ৬ বাংলাদেশির

লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর দেরনায় আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

তাদের মধ্য থেকে চারজনের প্রাথমিক পরিচয় জানা যায়। তারা হলেন, রাজবাড়ি জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব। তবে দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত বাকি দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

বিবৃতিতে লিবিয়ার বাংলাদেশ দুতাবাস জানিয়েছে, লিবিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকগণসহ সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষত দারনা, সাহাত, আল-বাইদা, আল-মার্জ শহর ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টির কারণে দারনা বাঁধের ভয়াবহ ধসে সৃষ্ট বন্যায় কয়েক হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বর্তমানে আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

এমতাবস্থায় দারনা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বশেষ অবস্থা জানার জন্য দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ উদ্ধার কার্যক্রমে নিয়োজিত স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে লিবিয়ার বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য জানতে এবং ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানোর জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জনাব মো. রাসেল মিয়া (মোবাইল নম্বর. +২১৮৯১৮৫৮০৯৮৯) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

এদিকে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার এক ভিডিও বার্তায় জানান, আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারের বিষয়ে স্থানীয় প্রশাসন, আইসিআরসি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া অজ্ঞাত দুই জনের নাম ও ঠিকানা জানার জন্যও দূতাবাস চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও জানান, দুর্যোগ কবলিত লিবিয়ার জন্য বাংরঅদেশ জরুরি ত্রাণ সামগ্রী ও ওষুধ পাঠাবে। তা দেশটির কর্তৃপক্ষকে হস্তানতর করা হবে বলে জানান তিনি।

শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত লিবিয়ায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত মারা গেছে অন্তত ৬ হাজার মানুষ। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১০ হাজার। উপকূলীয় শহর দারনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

কর্ণফুলী আবাসন প্রকল্পে পানি সরবরাহে ঐকমত্যে সিডিএ ও চট্টগ্রাম ওয়াসা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম ওয়াসা ‘কর্ণফুলী আবাসিক প্রকল্প’র জন্যে পানি সরবরাহের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার চট্টগ্রাম ওয়াসা ও সিডিএ’র ঐকমত্য সিদ্ধান্তের...

সিএনজিতে ব্রিটিশ নাগরিকের ফেলে যাওয়া ব্যাগ ফেরত দিল কোতোয়ালী পুলিশ

সিএনজিচালিত অটোরিকশায় ভুল করে হাতব্যাগ রেখে নেমে যান ২ ব্রিটিশ নাগরিক। ওই ব্যাগে ছিল ২টি ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা ও ব্যাংকের ১টি...

সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে

চট্টগ্রামের (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) সাতকানিয়া ও লোহাগাড়া থানায়...

সর্বশেষ

কর্ণফুলী আবাসন প্রকল্পে পানি সরবরাহে ঐকমত্যে সিডিএ ও চট্টগ্রাম ওয়াসা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম ওয়াসা ‘কর্ণফুলী আবাসিক...

সিএনজিতে ব্রিটিশ নাগরিকের ফেলে যাওয়া ব্যাগ ফেরত দিল কোতোয়ালী পুলিশ

সিএনজিচালিত অটোরিকশায় ভুল করে হাতব্যাগ রেখে নেমে যান ২...

সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে

চট্টগ্রামের (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা...

বিমানে বোমা আতঙ্ক: তল্লাশি চালিয়ে মেলেনি কিছুই

ইটালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টার বৈঠক, আইনের শাসনভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব...

জার্মান চ্যান্সেলরের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড...