ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস এর উদ্যোগে ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম লেডিস ক্লাবে ইন্টারন্যাশনাল ডে অব চ্যারিটি উপলক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে বস্তিবাসী ও লেডিস ক্লাব এতিমখানার মেয়েদের মাঝে মশারী বিতরণ করা হয়।
এছাড়াও ইন্টারন্যাশনাল লিটারেসি ডে উপলক্ষ্যে আলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মিসেস শারমিন রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ই.ও. মিসেস শারমিন হোসেন, ডিস্ট্রিক্ট আইএসও মিসেস লিলি শহীদ ও ডিস্ট্রিক্ট পিএনআর মিসেস খালেদা আউয়াল। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে করণীয় কী এই বিষয়ে আলোচনা করেন সাউদার্ন মেডিকেলের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আতিকুল ইসলাম এবং স্বাক্ষরতা দিবসের উপর আলোচনা করেন অধ্যাপিকা মিসেস সালমা রহমান।
সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মুনিরা হুসনা। অনুষ্ঠান উপস্থাপনা করেন মানসী দাশ তালুকদার। স্বাগত বক্তব্য দেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মিসেস বোরহানা কবির।