চট্টগ্রাম নগরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে ৩টি সড়কে আগামী ৭দিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ ৬ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল। এ সময় পথচারী চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এক বিজ্ঞাপ্তিতে তা নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় দেওয়ানহাট মোড়ের দুটি স্প্যানে ভারী ক্রেনের মাধ্যমে গার্ডার উত্তোলনের কাজ শুরু হবে।
জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত দেওয়ানহাট থেকে টাইগারপাস রেল ব্রিজ, কদমতলী থেকে ডবলমুরিং থানা পর্যন্ত রাস্তা ও ব্রিজ এবং দেওয়ানহাট মোড় থেকে রেললাইন পর্যন্ত নিচের রাস্তায় সব ধরনের যানবাহন ও পথচারীর চলাচল বন্ধ থাকবে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এ সড়কগুলো।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান জানান, সাধারণ মানুষের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ ভারি যন্ত্রপাতি উঠানো হবে।