শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে রোটারিয়ান নেতৃবৃন্দের মতবিনিময়

রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান বলেছেন, নতুন প্রজন্মের জন্য পৃথিবীতে কাজের বিশেষ ক্ষেত্র তৈরি করতে হবে। সব কাজের নেপথ্যে থাকতে হবে দেশপ্রেম। সঠিক নেতৃত্বের প্রথম শর্তই হচ্ছে মানবতাবোধ। সমাজে আমাদের কার কী অবস্থান সেটা বড় কথা নয়, আমরা কে কী করেছি, সেটিই অনেক বড় বিষয়। নিজেকে গড়ার পাশাপাশি আমাদের মধ্যে সমাজ এবং দেশের জন্য কাজ করার মানসিকতা সৃষ্টি করতে হবে।

পিটুপি ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বলেছেন, মেধাবী প্রজন্মকে দেশে ধরে রাখতে না পারায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। এক্ষেত্রে সরকারি-বেসরকারি তরফ থেকে নানা উদ্যোগ থাকা দরকার। মেধাবী প্রজন্মকে দেশ গড়ার কাজে নিয়োজিত রাখার পরিবেশ তৈরি করতে হবে। চট্টগ্রামকে গড়ে তুলতে হবে মানুষের বসবাস উপযোগীর পাশাপাশি নান্দনিক শহরে।

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তারা উক্ত অভিমত ব্যক্ত করেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, সামাজিক কাজের মধ্যে আনন্দ এবং আত্মতৃপ্তি রয়েছে। সুন্দর সমাজ বিনির্মাণে সামাজিক সংগঠনের গুরুত্ব অপরিসীম। সবার মধ্যে এই বোধশক্তি জাগ্রত হলে দেশের সমৃদ্ধি আরো গতিশীল হবে। তাই নিজ নিজ অবস্থান থেকে জাতি গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, রোটারিয়ানদের কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত। চট্টগ্রামে অনেক নান্দনিক কাজ রোটারিয়ানদের মাধ্যমে সম্পন্ন হয়েছে। মানুষের মন-মানসিকতার উন্নয়ন হলে দেশও উন্নত হয়। দেশ গঠনে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই।

প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, সাংবাদিক এম নাসিরুল হক, জাহিদুল করিম কচি, আসিফ সিরাজ, কাজী আবুল মনসুর, সবুর শুভ, জিপিএইচ ইস্পাতের উপদেষ্টা সাদমান সাইকা শেফা, রোটারিয়ান আকবর হোসেন ও মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মো. আইয়ুব আলী এবং মঞ্জুরুল আলম মঞ্জু’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

টেকনাফে অপহৃত শিশুসহ ১৫ জন উদ্ধার, ২ অপহরণকারী আটক

জেলার টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে ছয় শিশুসহ অপহরণের শিকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। উদ্ধার হওয়া...

রাউজানে নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাউজানে মো. জাহাঙ্গীর আলম (৫৮) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টায় বাইক নিয়ে মসজিদে যাওয়ার পথে রাউজান উপজেলার...

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ অধ্যাপক ইউনূসের

বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া তৈরি করার ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের...

সর্বশেষ

টেকনাফে অপহৃত শিশুসহ ১৫ জন উদ্ধার, ২ অপহরণকারী আটক

জেলার টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে ছয় শিশুসহ অপহরণের...

রাউজানে নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাউজানে মো. জাহাঙ্গীর আলম (৫৮) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে...

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ অধ্যাপক ইউনূসের

বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ...

অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের...

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ভারত ও ওয়েস্ট...

বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনা প্রতিষ্ঠান বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী

বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান, ডিপি ওয়ার্ল্ড ও...