চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অপহৃত সাড়ে তিন বছর বয়সী শিশু মো. আব্দুল্লাহ উদ্ধার হয়েছে। আজ বুধবার দুপুরে নগরীর ষোলোশহর দুই নম্বর গেট এলাকার পুলিশ বক্সের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে শিশুকে রেখে পালিয়ে যায় অপহরণকারী। পরিচয় শনাক্ত করে ওই অপহরণকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে নগরীর মোহরা কুলাপাড়া এলাকার বাসার সামনে থেকে শিশু আব্দুল্লাহকে অপহরণ করে বোরকা পরা এক নারী। পরে শিশুর মা চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। অপহৃত শিশু নগরীর চান্দগাঁও থানার মোহরা কুলাপাড়া এলাকার দুবাই প্রবাসী মাহবুব আলমের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘মামলার পর তাৎক্ষণিক ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযানে নামে পুলিশ। সিসি ফুটেজে বাসার সামনে ছোট একটি মাঠে খেলছিল আব্দুল্লাহ। বোরকা পরা এক মহিলা এসে তাকে নিয়ে দ্রুত ব্যাটারিচালিত ইজিবাইকে উঠে চলে যায়।
আমরা ইজিবাইকটিকে শনাক্ত করে জানতে পারি, সেটি মোহরা এলাকায় ভাড়ায় যাত্রী পরিবহন করে। চালক ও যাত্রীরা ওই নারীকে গার্মেন্টস কর্মী এবং আব্দুল্লাহকে তার ছেলে ভেবেছিলেন। এরপর টানা অভিযানে নামে পুলিশ। অভিযানের মুখে আজ দুপুরে নগরীর ষোলোশহর পুলিশ বক্সের পাশে আব্দুল্লাহকে পাওয়া যায়।’
ওসি আরও বলেন, ‘শিশুটিকে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছিল বলে মনে হচ্ছে। কিন্তু আমাদের অভিযানের মুখে হস্তান্তর করতে না পেরে রেখে গেছে।’
শিশুর বাবা মাহবুব আলম বলেন, ‘আল্লাহর অশেষ রহমত ও পুলিশের আন্তরিক চেষ্টায় আমার সন্তানকে ফিরে পেয়েছি।’