কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর (অবসরপ্রাপ্ত) সদস্য সওদাগর পাড়ার বাসিন্দা মহসিন ভুট্টোর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ের ৬টার দিকে চকরিয়া মাতামুহুরী নদীর পশ্চিম পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে চকরিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের হালকাকারা সওদাগর পাড়ার মৃত খলিলুর রহমানের ছেল। ব্যক্তিগত জীবনে ভুট্টাে অবিবাহিত ছিল।
নিহতের পরিবার জানায় মহসিন ভুট্টাে এর আগের দিন সন্ধ্যায় সওদাগর পাডার নিজ বাড়ী থেকে বাহির হয়ে রাতে আর বাসায় ফিরেনি। আজ বুধবাব সকাল ৬ টায় মাতামহুরীর নদীর ব্রীজ পয়েন্টে পানিতে লাশ দেখতে পেয়ে পরিবারের কাছে খবর দেন। পুলিশ ওফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্হলে এসে লাশটি উদ্ধার করেন।পরে চকরিয়া থানার পুলিশ ও সিআইডির ফরেন্সিক জোন এসে লাশের সুরতহাল করে কক্সবাজার মর্গে প্ররণ করেন। উদ্ধারের সময় লাশের শরীরের বিভিন্ন স্হানে আঘাতের চিহ্ন ছিল এবং একটি হাত ভাঙ্গা ছিল।
নিহত মহসিনের ভাই বাচ্ছু জানান, আমদের সাথে জায়গাজমি সংক্রান্ত প্রতিপক্ষের সাথে মামলা ও বিরোধ রয়েছে হয়তো এঘটনার জের ধরে আমার ভাইকে অপরাধী চক্র পরিকল্পিত ভাবে হত্যা করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকান্ডরের সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
.