শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img

শৈলী প্রকাশন আয়োজিত ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ বইমেলা শুরু

শোকাবহ আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শৈলী প্রকাশন আয়োজন করেছে ১৫ দিন ব্যাপি ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শিরোনামে সেমিনার, কবিতা পাঠ ও বইমেলা। মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে উদ্বোধনী দিনের সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক মুহাম্মদ শামসুল হক। শৈলীর প্রকাশক বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি সাংবাদিক হাফিজ রশিদ খান, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির। সূচনা বক্তব্য দেন শৈলী প্রকাশনের উপদেষ্টা কবি সাংবাদিক রাশেদ রউফ। স্বরচিত কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কবি সাথী দাশ, আবৃত্তি করেন পড়শী পাল।
সভাপতির বক্তৃতায় প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। তিনি ছিলেন বাঙালি জাতির পথ প্রদর্শক। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নির্যাতিত নিপীড়িত পরাধীন বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এখনো অনাবিষ্কৃত ব্যক্তিত্ব। তাঁকে আবিষ্কার করতে হলে আরো শত বছর চলে যাবে। বঙ্গবন্ধু নিজেকে এমনভাবে গড়ে তুলেছিলেন যার ফলে তিনি হয়ে উঠেন বিশ্ব ব্যক্তিত্ব। সমাজকল্যাণ, মানবকল্যাণ ও মানুষের সেবা এসব ছিল বঙ্গবন্ধুর প্রথম পাঠ। বঙ্গবন্ধু ধার্মিক ছিলেন তবে ধর্মান্ধ ছিলেন না। তিনি আধুনিক, বিজ্ঞানমনস্ক ও গুণগত শিক্ষার উপর জোর দিয়ে বাঙালি অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছেন।
সেমিনারের মূল প্রবন্ধকার মুহাম্মদ শামসুল হক বলেন, মনুষ্যত্ব তথা মানবতা বোধের ওপর সব সময় গুরুত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। মানুষের প্রতি অমানবিক কোনো আচরণ কিংবা অবহেলা দেখলে তিনি বিচলিত হয়ে পড়তেন। এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য দলীয় কর্মী বা বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাবধান করে দিতেন, আকুতি জানাতেন। বঙ্গবন্ধু মানুষের প্রতি সহানুভুতিশীল আচরণ এবং সেবার ক্ষেত্রে ধনী-গরিব ভেদাভেদ না করার জন্য নির্দেশ দিতেন। ছাত্রদেরও সব সময় নৈতিক আদর্শে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। আত্মশুদ্ধি, আত্মসমালোচনা ও মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন।
আজকের অনুষ্ঠান : বুধবার ২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শিরোনামে সেমিনার, কবিতা পাঠ ও বইমেলার দ্বিতীয় দিনের সেমিনারের বিষয় : বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা। এতে মূলপ্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক কানাই দাশ। সভাপতিত্ব করবেন অধ্যাপক ফাউজুল কবির। আলোচনায় অংশ নেবেন কবি কমলেশ দাশগুপ্ত, কবি কামরুল হাসান বাদল ও অধ্যাপক মুহাম্মদ ইসহাক। সূচনা বক্তব্য রাখবেন জাহাঙ্গীর মিঞা। কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তি করবেন অরুণ শীল, আকতার হোসাইন, কামরুন ঋজু, বদরুননেসা সাজু, আজিজ রাহমান, আজিজ কাজল, অমিত বড়ুয়া, অনুপমা অপরাজিতা, অপু বড়ুয়া, আখতারুল ইসলাম, অপু চৌধুরী, গৌরীপ্রভা দাশ, পুষ্পিতা সেন, অভি ওসমান, রশীদ এনাম, অর্চনা রানী আচার্য।

এই বিভাগের সব খবর

সুবিধাবঞ্চিত শিশুদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার ওপর দুই উপদেষ্টা’র গুরুত্বারোপ

‘‘একটি নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ সকল শিশুর অধিকার’’ প্রতিপাদ্য নিয়ে পথশিশুদের সমাজ ও রাষ্ট্রের মূলধারায় ফেরাতে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় সুবিধাবঞ্চিত শিশুদের...

কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চলাচল

জেলায় আজ কক্সবাজার শহরের ছয় নাম্বার জেটি ঘাট থেকে কক্সবাজার- মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সি-ট্রাক (ফেরি) চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায়...

হাটহাজারী থেকে ছিনতাইকৃত প্রাইভেটকার বাকলিয়া থেকে উদ্ধার, গ্রেফতার ৩

হাটহাজারী থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকারসহ সালাউদ্দিন (৩০), সজিব বড়ুয়া (৪১) এবং আব্দুল্লাহ হোসেন মামুন (৩২) নামের তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার...

সর্বশেষ

সুবিধাবঞ্চিত শিশুদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার ওপর দুই উপদেষ্টা’র গুরুত্বারোপ

‘‘একটি নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ সকল শিশুর অধিকার’’...

কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চলাচল

জেলায় আজ কক্সবাজার শহরের ছয় নাম্বার জেটি ঘাট থেকে...

হাটহাজারী থেকে ছিনতাইকৃত প্রাইভেটকার বাকলিয়া থেকে উদ্ধার, গ্রেফতার ৩

হাটহাজারী থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকারসহ সালাউদ্দিন (৩০), সজিব...

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের...

জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ

চলতি অর্থবছরের (২৪-২৫) জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি  বেড়েছে...

বহদ্দারহাটে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে যুবলীগ।...