নগরের চকবাজার এলাকায় ওমর ফারুক বাপ্পি (৩৩) নামের এক আইনজীবীকে হত্যার দায়ে এক নারীসহ দুজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়েছে।
একই রায়ে যাবজ্জীবন দণ্ডিতদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মামলার রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী নেছার আহমেদ।
এর আগে, ২০১৭ সালের ২৫ নভেম্বর সকালে চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন কে বি আমান আলী সড়কের বাসা থেকে তরুণ আইনজীবী ওমর ফারুক বাপ্পীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার হাত-পা বাঁধা অবস্থায় ছিল। মুখে টেপ লাগানো ছিল। তার শরীরের স্পর্শকাতর অংশ কেটে দেওয়া হয়েছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এক নারীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। সেই মামলায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে।
তদন্ত শেষে পুলিশ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২০ সালের ১৫ নভেম্বর আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
আইনজীবী ওমর ফারুক বাপ্পী ২০১৩ সালে চট্টগ্রাম বারের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। তার গ্রামের বাড়ি বান্দরবান জেলার আলীকদম উপজেলার চৌমুহনী এলাকায়। তার বাবা আলী আহমেদ। মায়ের নাম মনোয়ারা বেগম। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন ফারুক।