খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সিয়াম একই গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।
জানা যায়, বিকেলে শিশু সিয়ামের মা-বাবা ঐ এলাকার লায়েক জমাদারের পুকুরের পাশের জমিতে ধান রোপণ করছিলেন। এ সময় জমির পাশেই বসে ছিল সিয়াম। কাজ শেষে বাড়ি ফেরার সময় সিয়ামকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা-বাবা। একপর্যায়ে সিয়ামকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে সিয়ামকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।